ত্বক ফর্সা করতে প্রাকৃতিক উপাদানের জুড়ি নেই। ত্বকের অনাকাঙ্ক্ষিত কালো দাগ , হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনাসহ দীপ্তিময় মসৃণ ত্বকের জন্য প্রাকৃতিক নাইট ক্রিম হতে পারে একমাত্র ভরসা। আসুন শিখে নেয়া যাক সাধারণ কিছু প্রাকৃতিক উপকরণ দিয়ে ত্বকের জন্য কিভাবে চমৎকার একটা নাইট ক্রিম বানানো যায়!
যা যা লাগবে –
১/ একটা তাজা ফরমালিন মুক্ত আপেল, ২/ আধা কাপ জলপাই তেল, ৩/ আধা কাপ গোলাপ জল।
যেভাবে করবেন –
আপেলের বীজ এবং ভেতরের অংশ বাদে বাকি অংশটি কুচি কুচি করে কাটতে হবে।
এবার গোলাপ জল ও অলিভ অয়েল বা জলপাইয়ের তেল মিশিয়ে ব্লেন্ডারে দিয়ে মিহি করে নিন, যাতে ঘন একটা পেস্টের মত হয়।
তারপর একটা বড় পাত্রে পানি গরম করে ফুটাতে থাকুন। পানির মধ্যে আরেকটি পাত্রে রেখে এই মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটা পরিষ্কার কৌটায় ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন।
ঘরে বানানো নাইট ক্রিমের উপকারিতা –
– কাঁচা আপেলে ম্যালিক অ্যাসিড থাকে, যা ত্বককে কোমল এবং টানটান করে। অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বুড়িয়ে যাওয়া কমায়।
– জলপাই তেল ময়েশচারাইজারের কাজ করে। খুব শুষ্ক ত্বককেও সজীব করে তোলে। ত্বকের ক্ষতি মেরামত ত্বরান্বিত করে।
– গোলাপ জল টোনারের কাজ করে। সারাদিন ত্বকে জমে থাকা ময়লা দূর করে। ত্বকের রোমকূপ খুলে দেয়। ত্বকের অনাকাঙ্ক্ষিত কালো দাগসহ রোদে পোড়া ভাব কমায়।