গর্ভবতী হওয়ার লক্ষণ । যেভাবে বুজবেন আপনি গর্ভবতী

মহিলার জীবনে সবচেয়ে সুন্দর মুহুর্ত হলো যখন প্রথম সন্তান গর্ভে -ধারণ করার তথ্য সে জানতে পারে। আর এই সকল তথ্য জানার জন্য আপনাদের কে গর্ভবতী হওয়ার লক্ষণ সম্পর্কে জানতে হবে।

আজকে আপনাদের কে গর্ভবতী হওয়ার ৮ টি লক্ষণ সম্পর্কে জানানোর চেষ্ঠা করবো।

যদিও গর্ভধারণের আবেগ কিংবা ধরণ লক্ষণ একেকজনের ক্ষেত্রে একেক রকমের হয়।

আরও পড়ুনঃ কিভাবে বুজবেন আপনার ডায়বেটিস হয়েছে কি-না।

এমনকি সবচেয়ে মজার কথা কি জানেন, গবেষণায় দেখা গিয়েছে, দু,জন মহিলার কখনও গর্ভাবস্থার সময় একই লক্ষণ দেখা যেতে পারে না।

যদি তারা একই সময়ই গর্ভবতী হন,তাও না। যদিও প্রথম সপ্তাহেই সেভাবে উল্লেখযোগ্যভাবে দৃশ্যত কোনো পরিবর্তন আসে না।

কিন্তু তারপরও কিছু কিছু লক্ষণ আপনি অনুভব করলেও করতে পারেন।

আপনাদের সুবিধার্থে নিচে গর্ভবতী হওয়ার লক্ষণ গুলোর সবচেয়ে কমন ৮ টি লক্ষণ তুলে ধরা হয়েছে । আশাকরি এতে আপনাদের অনেক উপকার হবে।

গর্ভবতী হওয়ার লক্ষণগর্ভবতী হওয়ার লক্ষণ । যেভাবে বুজবেন আপনি গর্ভবতী

এমন ৮ লক্ষণ যা গর্ভবতী হওয়ার প্রথম সপ্তাহে আপনি বুজতে পারবেন- যেমনঃ-

  1. রক্তক্ষরণ
  2. মুখে অদ্ভুৎ স্বাদ
  3. স্বপ্ন
  4. কালো দাগ
  5. ক্লান্তি
  6. মূত্রত্যাগে সমস্যা
  7. মাথা ধরা
  8. মুড সুইং

রক্তক্ষরণঃ- রক্তক্ষরণ ঋতুচক্রের মতোই ৬-১২ দিন হাল্কা রক্তপাত হতে পারে।এই লক্ষণ দেখলে প্রেগন্যান্সি পরিক্ষা অবশ্যই করে নিন।

মুখে অদ্ভুৎ স্বাদঃ- সাধারণত প্রথম সপ্তাহে, মুখের মধ্যে ধাতব স্বাদ লক্ষ্য করা যায়। অনেকসময় মুখে দুরগন্ধও লক্ষ্য করা যায়।

আসলে গর্ভাবস্থার জেরে শরীরে হরমোনের মাত্রার তারতম্যের কারণেই এই তফাৎ হতে পারে।

স্বপ্নঃ- বিজ্ঞান বলে সাধারণত গর্ভে সন্তান এলে মহিলারা অতিরিক্ত পরিমাণে স্বপ্ন দেখতে শুরু করেন। তিনি গর্ভবতী হয়েছেন এমন স্বপ্নই দেখেন তারা।

তাই এ ধরনের অস্বাভাবিক স্বপ্ন দেখতে শুরু করার মানে হলে প্রেগন্যান্সি পরিক্ষা সময় এসেছেন।

কালো দাগঃ- অনেক সময় মুখে বা হাতে – পায়ে কালো কালো দাগ ছোপ দেখা যায় এই গর্ভধারণের অতি গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য একটি লক্ষণ।

মূলত একে মেলাস্মা বলে। আসলে গর্ভধারণের সময় ত্বকের সংবেদনশীলতা বেড়ে যায়। এর ফলে চেহারায় এই কালো দাগ – ছোপ দেখা যায়।

ক্লান্তিঃ- প্রেগন্যান্সির একটি উল্লেখযোগ্য লক্ষণ হলো ক্লান্তি। যেহেতু শরীর এইসময় বাড়ন্ত শিশুকে পুষ্টি দেওয়ার জন্য অতিরিক্ত রক্ত

উৎপন্ন করে তার জেরে খুব অল্পতেই ক্লান্তি এসে যায়। প্রথম সপ্তাহে এই ক্লান্তিভাব সবচেয়ে বেশি হয়।

মূত্রত্যাগে সমস্যাঃ- প্রেগন্যান্সির সময় শরীর অতিরিক্ত পরিমাণে তরল উৎপাদন করে। আর তার জেরে কিডনি দ্বিগুণ পরিমাণে কাজ করে।

আর সেই কারণে অতি ঘন ঘন শৌচাগারে যাওয়া প্রয়োজনীয় হয়ে পরে।

মাথা ধরাঃ- গর্ভাবস্থার মাথায় যন্ত্রণা হওয়া আমবাত। গর্ভধারণ করার প্রথম সপ্তাহের শুরুতেই মাথা ব্যথা শুরু হতে থাকে।

হরমোনের মাত্রা শরীরে বেড়ে যাওয়ার কারণেই এই সমস্যা হয়।

মুড সুইংঃ- হরমোনের আধিক্যের জেরে এই রাগ,এই দুঃখ, কখনও অবসাদ পরমুহূর্তেই আনন্দে বেড়ে ওঠা। এ ধরনের মুড সুইং হতে থাকে।

প্রেগ্ন্যাসির প্রথম সপ্তাহে যে লক্ষণ গুলি দেখা যায় তার মধ্যে অন্যতম এটি।

উপরোক্ত লক্ষণ গুলো দেখতে পেলে আপনি গর্ভবতী হওয়ার লক্ষণ হিসেবে ধরে নিতে পারেন। আর এমতাবস্থায় আপনাকে খুবই সর্তকতার হার ধীরে ধীরে বাড়িয়ে দিতে হবে।

আর্টিকেল লিখেছেন জান্নাতুল ফেরদাউস কলি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *