বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার

বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার । BL Customer Care

সমস্যায় যখন জড়জড়িত সমাধান তখন সাহায্যের। ঠিক তেমনি সিম নিয়ে নিয়ে যখন কোনো সমস্যায় পড়ি তখন সেই সিম কোম্পনীর কাস্টমার কেয়ার সেন্টারই তখন সাহায্যের পথ। আজকে এই আর্টিকেলে আপনাদের কে বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো।

একটি সিমের যতসব সমস্যা আছে তার প্রায় 15% সমাধান করতে পারি আর বাকি সব তাদের হাতে। আবার সিম সংক্রান্ত সমস্যা ছাড়াও আমরা আমাদের নানান প্রয়োজনে কাস্টমার কেয়ারে কল করে থাকি।

তো চলুন কথা না বাড়ি মূল বিষয়ে আসা যাক। নিচে আপনার সার্ভিসের সকল তথ্য দেওয়া হয়েছে। আপনাদের মনোযোগ আশা করছি।

কিভাবে বাংলালিংক কাস্টমার কেয়ারে যোগাযােগ করবেন

বাংলালিংক কাস্টমার কেয়ারে নানান ভাবে আপনি যোগাযোগ করতে পারবেন। তবে তার আগে আপনাকে সেই নানান পথ জেনে নিতে হবে। সেই নানান পথের বর্ণনা নিচে স্টেপ বাই স্টেপ দেওয়া হলো।

  • আপনার বাংলালিংক সিম থেকে 121 এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
  • অন্য যেকোনো অপারেটর থেকে যোগাযোগ করতে পারবেন।
  • বাংলালিংক এর অফিশিয়াল ওয়েবসাইটে লাইভ চ্যাট এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
  • ই-মেইল এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
  • ফেসবুক/ইন্সটাগ্রাম যেকোনো সোশাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
  • সরাসরি তাদের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে সমস্যা সমাধান করতে পারবেন।

বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার । Banglalink Customer Care Number

উপরে আপনাদেরেকে যেসকল মাধ্যম গুলোর কথা তুলে ধরা হয়েছে সেই সকল মাধ্যমের আলাদা আলাদা করে নিচে বর্ণন িকরা হয়েছে। আপনি আপনার পছন্দের মাধ্যম বেচে নিয়েবাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুনঃ বাংলালিংক এর আনলিমিটেড এমবি অফার সম্পর্কে জানতে ক্লিক করুন…

তাছাড়া এখানে বাংলালিংক নাম্বার সম্পর্কে সমস্ত বিবরণ রয়েছে –

Banglalink Customer Care Number 121

১২১ হচ্ছে বাংলালিংক এর হেল্পলাইন নাম্বার । আপনি এই নাম্বারে ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন সার্ভিস পাবেন। তবে এই নাম্বারে কথা বলার জন্য ৬৭ পয়সা পার মিনিট চার্জ প্রযোজ্য হবে। আর এই নাম্বারে কল করতে হলে অবশ্যই আপনাকে বাংলালিংক সিম থেকে কল করতেহ হবে।

বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বারOthers Opertor Banglalink Customer Care Number

আপনি যদি অন্য কোনো সিম থেকে বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টারে কল করতে চান তাহলে কিন্তু ১২১ নাম্বারে কল করলে হবে না। আপনাকে তাদের অফিসের নাম্বারে কল করতে হবে।

অফিসের নাম্বার ঠিক তখনই কল করতে হবে যখন সাধারনত অফিস খোলা থাকে। বাংলালিংক কাস্টমার কেয়ার এর অফিসের নাম্বার হলো  ০১৯১১৩০৪১

Banglalink Others Helpline Number

উপরের হেল্পলাইন নাম্বার ছাড়াও আপনি নিচের দেওয়া নাম্বার বা ঠিকানায় যোগাযোগ করতে পারবেন।

  • লাইভ চ্যাট এর মাধ্যমে সাহায্য পেতে ক্লিক করুন।
  • পোস্টপেইড এবং কল এবং নিয়ন্ত্রণ গ্রাহকদের জন্য বাংলালিংক হেল্পলাইন – ২১৫
  • কেবল খুচরা বিক্রেতাদের জন্য ফোনে গ্রাহক যত্ন – ২০৩৬৫
  • আইকন গ্রাহকদের জন্য গ্রাহক পরিষেবাগুলি – ০১৯২০০০০০০০
  • বাংলালিংক মোবাইল আর্থিক পরিষেবা – ২১২০০
  • বাংলালিংক কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুন ইমেল – info@banglalinkgsm.com
  • ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করুন: ফেসবুক / বাংলালিংক ডিজিটাল
  • বাংলালিংক ফ্যাক্স নম্বর – ০২৮৮২০৫৯৪

আরও পড়ুন 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *