বিকাশ ক্যাশ আউট করার নিয়ম

বিকাশ ক্যাশ আউট করার নিয়ম

টাকা লেনদেনের অপর নাম এখন বিকাশ আর এই বিকাশ থেকেে আমরা এখনো অনেকেই টাকা বের করতে পারি না। কাজেই আজকে আপনাদের বিকাশ ক্যাশ আউট করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো।

আপনাদের আজকে এজেন্ট থেকে ও এটিএম থেকে কিভাবে টাকা উত্তোলন করবেন সেই সম্পর্কে পুরো ধারণা দেওয়া হয়েছে। আশা করি আপনারা মনোযোগ সহকারে পড়বেন।

এজেন্ট থেকে বিকাশ ক্যাশ আউট করার নিয়ম

আপনার বিকাশ একাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে আপনি সারাদেশে বিস্তৃত যেকোনো বিকাশ এজেন্ট থেকে টাকা ক্যাশ আউটের মাধ্যমে টাকা তুলতে পারবেন। এজেন্ট থেকে ক্যাশ আউট এর জন্য:-

বিকাশ ক্যাশ আউট করার নিয়ম

  •  যেকোনো বিকাশ এজেন্টের কাছে যান
  • এজেন্টকে আপনার টাকা তোলার পরিমাণ বলুন (টাকার পরিমাণ ৫,০০০ বা তার বেশি হলে ছবি যুক্ত পরিচয়পত্র বা পরিচয়পত্রের নাম্বার উল্লেখ করতে হবে)
  • আপনার বিকাশ একাউন্ট নাম্বার এবং টাকার পরিমাণ এজেন্ট রেজিস্টারে লিখুন
  • বিকাশ মোবাইল মেন্যুর জন্য আপনার মোবাইলে *২৪৭# ডায়াল করুন
  •  “ক্যাশ আউট” সিলেক্ট করুন
  • “ফ্রম এজেন্ট” সিলেক্ট করুন
  • এজেন্টের বিকাশ একাউন্ট নাম্বারটি দিন (এজেন্টকে জিজ্ঞাসা করুন)
  •  টাকার পরিমাণ লিখুন
  • আপনার বিকাশ মোবাইল মেন্যু পিন দিয়ে ক্যাশ আউট সম্পন্ন করুন

আপনি এবং এজেন্ট দুজনই কনফার্মেশন মেসেজ পাবেন। টাকা গুণে নিন এবং কাউন্টার ত্যাগ করার পূর্বে এজেন্টের রেজিস্টার বইতে স্বাক্ষর করুন।

হাজারে ১৪.৯০ টাকায় ক্যাশ আউট করুন প্রিয় এজেন্ট নাম্বার থেকে!

বিকাশ প্রিয় নাম্বার সেট করে মাত্র ১৪.৯০ টাকায় ক্যাশ আউট করুন। কিভাবে প্রিয় নাম্বার সেট করবেন নিয়ম জানতে ভিজিট করতে পারেন প্রিয় নাম্বারে ক্লিক করে-  প্রিয় নাম্বার।

বিকাশ ক্যাশ আউট করার নিয়মএটিএম থেকে বিকাশ ক্যাশ আউট করার নিয়ম

এটিএম ক্যাশ আউট রিকোয়েস্ট

বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউট করা যায় এরকম যেকোনো ব্র্যাক ব্যাংক এবং Q-Cash এটিএম থেকে টাকা তুলতে প্রথমে একটি সিকিউরিটি কোড প্রয়োজন হবে। সিকিউরিটি কোডের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-

  • *247# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান
  • ‘Cash Out’ অপশনটি বেছে নিন
  • ‘From ATM’ অপশনটি বেছে নিন
  • আপনার বিকাশ মোবাইল মেন্যু পিন (PIN) নাম্বারটি দিন
  • এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইলে আপনি একটি সিকিউরিটি কোড (OTP) পাবেন যা পরবর্তী ৫ (পাঁচ) মিনিট সক্রিয় থাকবে এবং ১ (এক) বারই ব্যবহার করা যাবে

এটিএম থেকে টাকা উত্তোলন

বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউট করা যায় এমন যেকোনো ব্র্যাক ব্যাংক এটিএম থেকে টাকা তুলতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:-

  • এটিএম স্ক্রিনের নিচের দিকে বাম কোনায় থাকা ‘bKash Cash Out’ বাটনে চাপ দিন
  • আপনার পছন্দের ভাষা বেছে নিন
  • বিকাশ একাউন্ট নাম্বার দিন
  • যত টাকা ক্যাশ আউট করতে চান তার পরিমাণ
  • এসএমএস এর মাধ্যমে পাওয়া সিকিউরিটি কোডটি দিন
  • আপনার দেয়া তথ্যাদি যাচাই করে নিশ্চিত করুন
  • টাকা এবং রশিদ গ্রহণ করুন
  • আপনি বিকাশ থেকে একটি কনফার্মেশন এসএমএস পাবেন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *