Akash DTH Recharge

Akash DTH Recharge। Akash DTH Recharge By Bkash

আপনার রিচার্জ প্রসেসকে সহজ ও সুবিধা জনক করতে akash dth নিয়ে এলো আপনার পছন্দের সব পেমেন্ট অপশন। এই আর্টিকেল জুড়ে রয়েছে আপনাদের akash dth recharge এর সকল প্রসেস।

ঝকঝকে টিভি দেখার আরেক নাম আকাশ। আর এই আকাশ ব্যবহার কারিদের Akash DTH Recharge করার সকল প্রসেস সম্পর্কে জানতে মনোযোগ সহকারে পড়ুন।

আকাশ ব্যবহার করে আপনি তার বিহীন ১২২+ টিভি চ্যানেল দেখতে পারবেন। আর তার মধ্যে রয়েছে ৫০ এর অধিক এইচডি চ্যানেল।

Akash DTH Recharge। আকাশ ডিটিএইচ রিচার্জ

আজকে আপনাদের কে দেশের  সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে Akash DTH Recharge। আকাশ ডিটিএইচ রিচার্জ করার সিস্টেম সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হয়েছে।

Akash DTH RechargeAkash DTH Recharge By Bkash

বিকাশ অ্যাপের মাধ্যমে পে করতে প্রথমে বিকাশ অ্যাপে লগইন করে পেপেইল সিলেক্ট করুন এবার ভিলেজ লিস্ট থেকে আকাশ ডি টি এইচ সিলেক্ট করুন এরপর

সাবস্ক্রাইবার আইডি এবং কন্ট্রাক্ট নাম্বার টাইপ করুন এমাউন্ট লিখুন রিভিউ করে বিকাশ অ্যাপে টাইপ করুন এবার ফাইনাল রিভিউ করে ট্যাপ এন্ড হোল্ড করে পেমেন্ট কম্পলিট করুন।

রকেট থেকে আকাশ ডিটিএইচ রিচার্জ

রকেট অ্যাপের মাধ্যমে পে করতে প্রথমে রকেট অ্যাপে লগইন করে বিল পে সিলেক্ট করুন বিলের আইডি বিল নাম্বার এমাউন্ট এবং রকেট প্রে টাইপ করে পেইবেল টাইপ করে সাবমিট করুন।

আপনার পেমেন্ট সফল হলে একটি মেসেজ পাবেন। অনেক সময় আকাশের কিভাবে যোগাযোগ করবেন সেজন্য কল সেন্টার নাম্বার ওয়েব এড্রেস ইত্যাদি প্রয়োজন হয় ।

এসব তথ্য যেন ওয়ান ক্লিকেই ইন্সেন্ট পেয়ে যান সে জন্য রয়েছে আকাশের হেল্পস্কীন এই হেল্প অপশন থেকে

ব্যবহার কারীরা সফটওয়্যার – এস টিভি সিরিয়াল নাম্বার আকাশ হেল্পনাইন নাম্বার এবং আকাশ ওয়েবসাইট ঠিকানা দেখতে পারবেন।

এটি একটি বিড অনলি স্ক্রীন যা ব্যবহার কারীদের সহজে প্রাশঙ্গীক ও প্রয়োজনীয় তথ্য সমূহে এক্সেস করা সুবিধা দিতে ডিজাইন করা হয়েছে।

রিমোটে হেল্প বাটনটি প্রেস করে সরাসরি হেল্প অপশন পেইজে যাওয়া যাবে।

সকল পেমেন্ট অপশনের লিস্ট এবং প্রতিটি মাধ্যমের পেমেন্ট প্রসেস সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন আকাশ ডিটিএইচ ওয়েব সাইটে ।

আকাশ এর অফিশিয়াল সাইট থেকে আপনি সব ধরনের পেমেন্ট সম্পর্কে জানতে পারবেন। নিচে আকাশ এর অফিশিখয়াল সাইটের লিংক দেওয়া হয়েছে।

আকাশ ডিটিএইচ রিচার্জ


আরও পড়ুন 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *