বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট কারার নিয়ম ও সুবিধা

‘বিকাশ’ একটি শব্দ যা উন্নয়নের কথা বলে – যার মাধ্যমে ত্বরান্বিত হয়েছে মানুষের সমৃদ্ধি আর সামাজিক প্রবৃদ্ধি। সেই সাথে গ্রাহক সেবার মান উন্নয়ন এর লক্ষে বিকাশ নিত্যনতুন সার্ভিস চালু করেছে তার মধ্যে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার মাধ্যমে চার্জ কমানোর উপায় রয়েছে।

২০১১ সালে যাত্রা শুরুর সময় থেকেই বিকাশ সব শ্রেণী-পেশার মানুষের দৈনন্দিন লেনদেনে স্বাধীনতা ও সক্ষমতা এনে দিয়ে তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

আর্থিক অন্তর্ভুক্তিকে কার্যকর করতে দেশজুড়ে সবার জন্য সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী ডিজিটাল লেনদেন নিশ্চিত করায় এখন টাকা লেনদেনের সমার্থক শব্দ হয়ে গেছে “বিকাশ করা”।

বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট কারার নিয়ম

একটি ক্যালেন্ডার মাসে একজন গ্রাহক যেকোনো এজেন্ট নাম্বারকে প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে সেট করতে পারবেন। গ্রাহক প্রিয় এজেন্ট নাম্বার থেকে ১.৪৯% চার্জ ক্যাশ আউট করতে পারবেন।

এই ১.৪৯% চার্জ প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত প্রযোজ্য হবে। ২৫,০০০ টাকা লিমিট অতিক্রম করলে, ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে।

ক্যালেন্ডার মাসে ১টি প্রিয় এজেন্ট নাম্বার যোগ করা যাবে। প্রথমবার প্রিয় এজেন্ট নাম্বার যোগ করার পর, সেই মাসে তা আর পরিবর্তন করা যাবে না।

পরবর্তী ক্যালেন্ডার মাস থেকে আপনি সেভ করা নাম্বারটি বাদ দিয়ে প্রিয় এজেন্ট নাম্বার একবার পরিবর্তন করতে পারবেন।

বিকাশ মোবাইল মেন্যু কোড *২৪৭# ডায়াল করেও বিকাশ প্রিয় এজেন্ট নম্বর সেট করা যাবে। *২৪৭# মেন্যু ব্যবহার করে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করতেঃ

  • *247# ডায়াল করুন
  • My Bkash এ প্রবেশ করতে (আট নম্বর অপশনে যেতে) 8 লিখে রিপ্লাই দিন
  • 4 লিখে রিপ্লাই দিয়ে Priyo Numbers মেন্যুতে প্রবেশ করুন
  • প্রিয় এজেন্ট নাম্বার সেট করতে 2 লিখে রিপ্লাই দিন
  • এরপর যে নাম্বারটি বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার হিসাবে সেট করতে চান সেটি প্রদান করে রিপ্লাই প্রদান করুন
  • এরপর আপনার বিকাশ পিন প্রদান করলেই প্রিয় এজেন্ট নাম্বার সেট হয়ে যাবে।

গ্রাহকরা *247# ডায়াল করে এবং অ্যাপ উভয় মাধ্যমেই প্রিয় এজেন্ট নাম্বার যোগ/বাদ দিতে পারবেন।

*247# ডায়াল করে এবং অ্যাপের মাধ্যমে প্রিয় এজেন্ট নাম্বার চেক করতে পারবেন।

গ্রাহকরা *247# ডায়াল করে এবং অ্যাপের মাধ্যমে প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট লিমিট দেখতে পারবেন।

যদি কোনো লেনদেন ২৫,০০০ টাকার লিমিট অতিক্রম করে, তবে সেই লেনদেনের জন্য ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে এবং প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট লিমিট শেষ হয়ে যাবে।

উদাহরণ: কোনো এক মাসে একজন গ্রাহক ইতিমধ্যে ২৪,৫০০ টাকা ক্যাশ আউট লেনদেন করেছেন।

এখন, তিনি যদি প্রিয় এজেন্ট নাম্বার থেকে ৬০০ টাকা ক্যাশ আউট করতে চান (মোট ২৫,১০০ টাকা) তাহলে

এই লেনদেনের জন্য ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে এবং প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট লিমিট শেষ হয়ে যাবে।

একজন গ্রাহকের যে কোনো মুহূর্তে সর্বোচ্চ ১ টি প্রিয় নাম্বার থাকতে পারবে।

হাজারে ১৪.৯০ টাকায় ক্যাশ আউট করুন প্রিয় এজেন্ট নাম্বার থেকে!

বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেটবিকাশ কম খরচে ক্যাশ আউট করার সহজ নিয়ম

  • প্রিয় এজেন্ট নাম্বার সেট করুন;
  • ক্যাশ আউট করার আগে প্রিয় এজেন্ট নাম্বারে লিমিটের কত বাকি আছে তা দেখে নিন;
  • প্রিয় এজেন্ট নাম্বারে লিমিটের বাকি অংশ আগে ক্যাশ আউট করে নিন।
  • প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো এজেন্ট নাম্বার থেকে ক্যাশ আউট
  • প্রিয় এজেন্ট নাম্বার ছাড়া যেকোনো এজেন্ট নাম্বার থেকে অ্যাপ এবং *247# ডায়াল করে উভয় মাধ্যমে ক্যাশ আউট এর ক্ষেত্রে ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে।
  • অ্যাপ এবং *247# ডায়াল করে উভয় চ্যানেলের জন্য প্রযোজ্য।
  • অ্যাপ থেকে ক্যাশ আউট এর ক্ষেত্রে ১.৭৫% চার্জ আর থাকছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *