Nagad Cash Out Charge

Nagad Cash Out Charge

আপনি কি কম খরচে নগদ থেকে টাকা উত্তোলন করতে চান? তাহলে মনোযোগ সহকারে পুরো আর্টিকেল টি পড়ুন। আজ আপনাদের কে Nagad Cash Out Charge সম্পর্কে পুরো আপডেট ধারণা দেওয়া হবে।

নগদ একেক নিয়মে একেক রকম চার্জ  কাটে। আপনি যদি নগদ গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই নগদ এর সকল নিয়মের চার্জ সম্পর্কে জানা অতি জরুরী।

এতে করে আপনার অনেক টাকা আয় হবে। নিচে নগদ এর সব ধরণের চার্জ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।

Nagad Cash Out Charge

দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ। দেশের মোবাইল ব্যাংকিং-এর ইতিহাসে এই প্রথম ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ নিয়ে আসলো সব থেকে কম খরচে ক্যাশ আউট করার সুবিধা।

আরও পড়ুনঃনগদ একাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন…

Nagad Cash Out Charge (প্রতি হাজারে) 
নগদ অ্যাপ ব্যবহার করে১২.৫০ টাকা
ইউএসএসডি কোড ডায়াল করে১৫.০০ টাকা
নগদ ইসলামিক (অ্যাপ)১৫.০০ টাকা
নগদ ইসলামিক (ইউএসএসডি)১৫.০০ টাকা

এখন মাত্র ১২.৫০ টাকা (প্রতি হাজারে) ক্যাশ আউট করতে পারবেন নগদ অ্যাপে

১৫ টাকা (প্রতি হাজারে) ক্যাশ আউট করতে পারবেন ‘নগদ ইসলামিক’ অ্যাপে আর ইউএসএসডি-তে।

আরও পড়ুনঃবিকাশ ক্যাশ আউট চার্জ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন…

যেকোনো পরিমাণ ক্যাশ আউটের ক্ষেত্রে আনুপাতিক হারে চার্জ প্রযোজ্য। এবার কম খরচে লেনদেন করুন ইচ্ছেমত।

Nagad Cash Out ChargeNagad Cash Out Process

আপনি নগদ থেকে মাসে ১৫০,০০০ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। এছাড়াও নগদ এর ক্যাশ আউটে কিছু লিমিট রয়েছে।

দৈনিক ও মাসিক ক্যাশ আউট লিমিট জানা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আপনার টাকা উত্তোলনে অনেক সহায়তা করবে।

  • সর্বনিম্ন ৫০ টাকা ও সর্বোচ্চ ২৫,০০০ টাকা উত্তোলন করতে পারবেন।
  • দৈনিক ২৫,০০০ টাকা ও মাসে মোট ১৫০,০০০ ক্যাশ আউট করতে পারবেন।
  • দৈনিক ক্যাশ আউট ১৫ বার ও মাসে মোট ১৫০ বার ক্যাশ আউট করতে পারবেন।

ক্যাশ আউট সাধারণত আপনি দুই ভাবে করতে পারবেন। আর দুই ভাবে রয়েছে দুই রকম চার্জ।

আশাকরি উপরের চার্জ লিস্ট থেকে অবগত হয়েছেন। নিচে অ্যাপ ও ইউএসডি কোড ব্যবহার করে ক্যাশ আউট করার নিয়ম দেওয়া হয়েছে।

নগদ অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট

নগদ ক্যাশ আউট এর ক্ষেত্রে অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট করলে উপভোগ করতে পারবেন দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ ১২.৫০ টাকা (প্রতি হাজারে)।

  1. নগদ উদ্যোক্তা পয়েন্টে যান,
  2. আপনার নগদ অ্যাপে লগ ইন করে ‘Cash Out’ অপশন সিলেক্ট করে,
  3. ট্যাপ করুন ‘From Uddokta’ অপশন,
  4. QR কোড স্ক্যান করুন,
  5. ক্যাশ আউট পরিমাণ দিন,
  6. পিন নাম্বার টাইপ করুন,
  7. লেনদেনটি নিশ্চিত করুন।

*167# নগদ ইউএসডি কোড ব্যবহার করে ক্যাশ আউট

আর যদি ইউএসডি কোড ব্যবহার করে ক্যাশ আউটি করেন তাহলে প্রতি হাজারে ১৫ টাকা চার্জ প্রযোজ্য হবে।

  1. নগদ উদ্যোক্তা পয়েন্টে যান,
  2. *167# ডায়াল করুন,
  3. উদ্যোক্তার নাম্বার টাইপ করুন,
  4. ক্যাশ আউট পরিমাণ দিন,
  5. পিন নাম্বার টাইপ করুন,
  6. ব্যাস আপনার লেনদেন সম্পূর্ণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *