Nagod Account Check

Nagod Account Check

আপনি কি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখার নিয়ম খুজছেন? তাহলে আজকের এই Nagod Account Check আর্টিকেল টি আপনাদের জন্য।

Nagod Account Check একদম সহজ ব্যাপার হলেও না জানলে অনেক ভূগান্তির বিষয়। আপনি চাইলে দুই ভাবে Nagod Account Check করতে পারবেন।

যদি আপনার এন্ড্রয়েড ফোন থাকে তাহরে তো আর কোনো কথা নেই, এক ক্লিকেই নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন।

আর যদি এ্যাপ ব্যবহার করার প্রয়োজন মনে না করেন তাহলেও কোড ব্যবহার করে চেক করতে পারবেন। নিচে এই দুই উপায় আপনাদের সামনে তুরে ধরা হবে।

Nagod Account Check Code Process

কোড ব্যবহার করে যদি আপনি নগদ ব্যালেন্স চেক করতে চান তাহলে সর্ব প্রথম আপনকে নগদ এর মেনু অপেন করতে হবে। নিচে এই সম্পূর্ণ প্রসেস দেখানো হলো।

  • *167# ডায়াল করুন,
  • টাইপ করে নিচে থাকা Send এ ক্লিক দিতে হবে,
  • 1 টাইপ করে নিচে থাকা Send এ ক্লিক দিতে হবে,
  • PIN টাইপ করে নিচে থাকা Send এ ক্লিক দিতে হবে।

বিস্তারিতঃ- কোড ডায়াল করুন: নগদ ব্যালেন্স চেক করতে প্রথমে আপনার

মোবাইলের ডায়াল অপশন থেকে *167# কোড ডায়াল করুন। এটি করতে পারবেন বাটন ফোন কিংবা টাচ ফোন থেকেও।

My Nagad সিলেক্ট করুন: কোড ডায়াল করার পর আপনার সামনে বেশ কয়েকটি অপশন আসবে,

প্রায় ৮ টির মতো। সেখান থেকে My Nagad এর অপশন নাম্বার 7 টাইপ করে নিচে থাকা Send এ ক্লিক দিতে হবে।

Balance enquiry সিলেক্ট করুন: পরের ধাপে আসার পর Balance enquiry অপশনটি সিলেক্ট করতে হবে। Balance enquiry সিলেক্ট করতে 1 টাইপ করে Send এ ক্লিক দিতে হবে।

পিন দিন সবশেষে আপনার নগদ একাউন্টের যে চার ডিজিটের একটি পিন আছে, তা দিয়ে Send এ ক্লিক দিতে হবে।

ব্যালেন্স দেখে নিন অবশেষে আপনার সামনে নগদের ব্যালেন্স প্রদর্শিত হবে। তা দেখে নিয়ে Cancel দিতে পারেন বা

এভাবে আপনি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স নগদের কোড ডায়াল করার মাধ্যমে চেক করে নিতে পারবেন।

ব্যালেন্স দেখা হলে Main manu তে চলে যেতে 0 টাইপ করে সেন্ড দিলে আপনাকে নগদের মেইন মেনুতে নিয়ে যাবে।

Nagod Account Check By App

কোড ডায়ালের ঝামেলা এড়াতে চান তাহলে অ্যাপ ব্যবহার করতে পারেন । নগদ অ্যাপ ব্যবহার করে চোখের পলকে সব সেবা উপভোগ করতে পারেন।

সব সেবার পাশাপাশি এক ক্লিকেই Nagod Account Check করতে পারবেন। সেজন্য আপনাকে সর্বপ্রথম নগদ অ্যাপ ডাউনলোড করতে হবে।

নগদ অ্যাপ ডাউনলোড করতে হলে নিচের ডাউনলোড অপশনে ক্লিক করতে পারেন।

DOWNLOAD APP

Nagod Account Checkকোড ডায়াল করে নগদ ক্যাশ আউট করার নিয়ম

আপনি চাইলে খুবই সহজেই কোড ডায়াল করেই নগদ একাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারেন। কোড ব্যবহার করে ক্যাশ আউট করতে নিচের দেওয়া প্রসেস অনুসরণ করুন।

  • প্রথমে *167# ডায়াল করুন।
  • ক্যাশ আউট করতে 1 লিখে সেন্ড করুন।
  • এজেন্টের নাম্বার লিখুন।
  • টাকার পরিমাণ ‍লিখুন।
  • আপনার নগদ পিন নাম্বার দিয়ে সেন্ড দিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *