Smart card checking

Smart Card Checking । স্মার্ট কার্ড চেকিং নিয়ম

আমাদের প্রতিটা কাজেই এন.আই.ডি কার্ড এর প্রয়োজন পড়ে আর এই প্রয়োজন কে আরও স্মার্ট করতে বাংলাদেশ সরকার চালু করেছে এন.আই.ডি স্মাট কার্ড। কে, কবে এবং কিভাবে এই স্মাট কার্ড পাবেন বা কিভাবে Smart Card Checking করবেন এই সকল তথ্য নিয়ে আজকের আর্টিকেল সাজানো হয়েছে।

বর্তমানে প্রায় আগের সব ভোটার কে এন.আই.ডি কার্ড এর স্মাট কার্ড বিতরন করা হয়েছে। আর নতুন যারা ভোটার হয়েছেন তাদের মধ্যে যারা ২০০০ সাল বা এর আগে জন্ম গ্রহন করেছে তাদের ও স্মাট কার্ড প্রদান করা হয়েছে।

আর যারা ২০০০ সালের পর জন্ম গ্রহন করেছেন তাদের স্মাট কার্ডের কার্যক্রম চলতেছে। খুব শীগ্রই তাদেরকে বিতরন করা হবে।

কিভাবে বুজবেন আপনার স্মাট কার্ড কোথায় আছে কিভাবে আছে তা জানতে হলে অবশ্যই পুরো আর্টিকেল মনোযোগ সহকারে পড়ুন।

Smart Card Checking । স্মার্ট কার্ড চেকিং নিয়ম

স্মাট কার্ড চেক করতে হলে সর্বপ্রথম আপনাকে যেকোনো ব্রাউজার থেকে সার্চ করতে হবে NID অথবা

লিংকটি লিখুন http://www.nidw.gov.bd/ এবং সাইটে প্রবেশ করে হাতের বাম দিকে Smart Card Status লেখা অপশনে ক্লিক করুন।

♦ বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার সম্পর্কে বিস্তারিত জানতে…

Samrt Card Checkingক্লিক করে আপনাকে অন্য একটি সাইটে নিয়ে যাবে এবং সেখানে আপনার এন.আই.ডি কার্ডের নাম্বার ও জন্ম তারিখ দিয়ে নিচের ফরমটি পূরন করুন। আবার আপনি চাইলে নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি প্রবেশ করে Smart Card Status পেজে চলে যেতে পারবেন।

Smart Card Status

ফরম পূরন করা হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার সামনে আপনার এন.আই.ডি স্মাট কার্ডের তথ্য চরে আসবে।

Samrt Card Checking

এখান থেকে আপনি জানতে পারবেন আপনার স্মাট কার্ড কোথায় আছে বা আদৌ আপনার স্মাট কার্ড তৈরি হয়েছে না-কি হয় নি।

♦ফ্রি মুভি ডাউনলোড করার সেরা সাইট জেনে নিন এক ক্লিকে…

যদি আপনার স্টাট্যাসে নিচের ছবির মতাে কিন্তু আপনি স্মাট কার্ড না পান তাহলে আপনি

আপনার নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করলেই পেয়ে যাবেন।

আর এই জন্য আপনাকে কোনো এক্সট্রা ফি প্রদান করতে হবে না শুধু আপনার পুরনো কার্ড জমা দিতে হবে।

Samrt Card Checking

যদি আপনার স্মাট কার্ড তৈরি না হয় তা হলে আপনাকে এই লেখাটি দেখাবে স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া যায়নি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *