চুলকানির ঔষধের নাম । চুলকানি থেকে মুক্তির উপায়

আমরা প্রায় অনেকেই চুলকানি নিয়ে মাথা নষ্ঠ করে দেয়। আপনাদের চুলকানি মিটাতেই চুলকানির ঔষধের নাম ও কেনো হয় ইত্যাদি বিষয় নিয়েই এই আর্টিকেল লেখা হয়েছে। আশাকরি আপনারা মনোযোগ সহকারে পড়বেন।

চুলকানির ঔষধের নাম|চুলকানি কেনো হয়

চুলকানির অপর নাম Tinea Cruris অর্থাৎ সহজ বাংলাতে যাকে বলা হয় দাদ। চুলকানি এটা একটা ফাঙ্গাল ইনফেকশন।

চুলকানি কি কারণে হয়ে থাকে সেটা নিয়ে আমি জানাবো এবং এই দাদ অর্থাৎ Tinea Cruris কীভাবে আপনি প্রিভাইন করেন

অর্থাৎ কী করলে এটা হবে না সেটা নিয়ে আমি আলোচনা করব এবং এটা হয়ে যায় সেক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট কি আছে

অর্থাৎ এর চুলকানির ঔষধের নাম কি সেটা নিয়ে আমি জানাবো সেটা অবশ্যই এলোভেতিক ট্রিটমেন্ট অনুযায়ী –

মানুষের শরীরে এমন কিছু জায়গা আছে যেগুলো মূলত সর্বদাই আবৃত থাকে পোশাক দ্বারা যেমনঃ বগল নিতম্ব প্রবৃতি এই

সব জায়গা গুলি যদি ফাঙ্গাইল জাতীয় ক্ষুদ্র অনুজিব দ্বারা ইনফেকশন হয় তবে একে আমরা ম্যাডিকেলটার অনুযায়ী ফাঙ্গাল ইনফেকশন বলে থাকি।

আপনি যদি স্পেসেভিক ভাবে বলি তবে এটাকে বলা হয় Tinea cruris আর সহজ বাংলায় যদি বলি এটাকে বলে দাদ।

শরীরের অন্যান্য জায়গায় হলে এটাকে Tinea corporis বলে

এবং যদি পারে হয় তাহলে এটাকে Tinea Pedis আর শরীরের বাদযুক্ত এলাকাগুলিকে বলা হয়

গ্রয়ীন এড়িয়া বলা হয় এই জায়গাতে হলে এটাকে বলা হয় Tinea Cruris যেটা আমি আগে বললাম।

চুলকানির ঔষধের নাম কিফাঙ্গাল ইনফেকশন গুলির কারণ কি

আমাদের স্কিনে এক প্রকার ক্ষুদ্র অনুজিব নরমাল স্ররা হিসেবে বসবাস করে থাকে যাকে মেডিক্যালের ভাষায় বলা হয় Dermatophyt।

এই Dermatophyt এর একটি নির্দিষ্ট অনুপাত আছে যা শরীরের কোনো ক্ষতি করে না।

কিন্তু যখন বাইরে থেকে ধুলোবালু পরে কিংবা ময়লা জামা কাপড় কিংবা অতিরিক্ত ঘাম জমে যায় কিংবা সেতসেতে তরল বা আদ্র পরিবেশ সৃষ্টি হয় যেটা বাইক জার্নি করার

কারণে জেনারেলি হয়ে থাকে অথবা স্নান করার পর শরীরের জল যদি নাও শুকায় এই সব পরিস্থিতিতে অনুজিব গুলো খুব দ্রুত বংশেবিস্তার করে।

আক্রান্ত ব্যক্তি ফাঙ্গাল ইনফেকশনে উপর্সগ নিজের মধ্যে উপলব্ধি করতে পারে।

ফাঙ্গাল ইনফেকশন গুলোর উপর্সগ কি

এই উপর্সগ সব যেগুলো আমরা দেখতে পারি সেগুলো হলো চুলকানি হতে পারে না। লাল লাল গোলাকার রিং আকৃতি দাগ

দেখা যেতে পারে চার পাশে ছোট ছোট লাল দাগ থাকবে মাঝখান ক্লিয়ার থাকবে।

স্বাস্থ্যসেবা সম্পর্কে জানতে আরও পড়ুন

চুলকানিতে চামড়ায় ক্ষত হয়ে যেতে পারে। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে চুলকানি বেড়ে যেতে পারে যেমন স্নানের পরে বেড়ে যেতে পারে কিংবা ঘুমানোর আগে বেড়ে যেতে পারে কিংবা

ঘুম থেকে ওটার পর বেড়ে যেতে পারে বা দুপুর বেলায় যেতে পারে।

এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়েও পরতে পারে চুলকাতে চুলকাতে জল এবং রক্ত বেড়িয়ে আসতে পারে।

ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ করার উপায়

  • পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ব্যবহার করতে হবে।
  • টাইট ফিট জামা avoid করতে হবে।
  • আক্রান্ত ব্যক্তি জামা কাপড় ব্যবহার না করা।
  • ধুলা বালি থেকে দূরে থাকা।
  • পুকুরের জলে স্নান করা যাবে না, কারণ পুকুরের জলে Fungal organism এর অস্তিত্ব বিদ্যমান।
  • স্নানের পর গ্রয়ীন এড়িয়াগুলো গামছা অথবা তোয়ালে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে।
  • যাতে ঘাম জমতে না পারে সেদিকে খেয়াল রাখা।

চুলকানির ঔষধের নাম । ফাঙ্গাল ইনফেকশনে ট্রিটমেন্ট

প্রথমে আমি যেটার কথা বলব সেটা হচ্ছে একটি ফাঙ্গাল ক্রিম লাগাতে হবে যেমনঃ Cloteimazole Cream, Terbinafine Cream যদি ইনফেকশনের পরিমাণ কম থাকে

এবং চুলকানি টি যদি বেশি না হয় সে ক্ষেত্রে আপনি Cloteimazole ব্যবহার করতে পারেন। যেকোনো ব্রান্ড ব্যবহার করলেই হবে Cloteimazole গ্রুপের।

আর যদি বেশি হয়ে যায় অর্থাৎ চুলকানি যদি বেশি পরিমাণে হতে থাকে সেক্ষেত্রে আপনি Terbinafine গ্রুপের যেকোনো একটা ক্রিম লাগাতে পারেন।

সঙ্গে যেটা করতে হবে সেটা হলো Fluconazole এর গ্রুপের কোনো একটা অরাল ট্যাবলেট খেতে হবে আর সেই সাথে একটা অ্যান্টিহিস্টামেন ব্যবহার করা যেতে পারে যেমন

Fexofenadine এখানে খুব ভালো কাজ করে কিংবা আপনি ফিফটিজিন ও ব্যবহার করতে পারেন।

তো এটা ব্যবহার করলে আশা করি আপনাদের ইফাংলা ইনফেকশনে সমস্যা টা দূর হয়ে যাবে। তবে একটা জিনিস আপনি খেয়াল রেখে দিবেন

যে কোনো ঔষধ স্টার্ট করার আগে আপনার এড়িয়ার কোনো ডারমাটলজিক্স কিংবা স্কিন স্পেসলিসকে দেখিয়ে নিন তারপর ঔষধ শুরু করবেন।

আর্টিকেল টি লিখেছেন জান্নাতুল ফেরদাউস কলি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *