Teletalk Balance Check l My Teletalk App

আমরা যারা টেলিটক সিম নতুন ব্যবহারকারী আমরা অনেকেই টেলিটক সিমের নাম্বার চেক করার কোড সহ আর যত গুরুত্বপূর্ণ কোড আছে আমরা তা জানি না। আজকে আমি আপনাদের মাঝে টেলিটক সিমের কিছু দরকারী কোড ও Teletalk Balance Check করার কোড সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো।

টেলিটক সিম ব্যবহার করে দেশের টাকা দেশেই রাখুন” এই স্লোগান সামনে রেভে টেলিটক গ্রাহক সেবার মান দিন দিন উন্নত করছে।

তবে যাই হোক না কেনো টেলিটক এর নেটওয়ার্ক এখনো দেশের গ্রামাঞ্চলে পৌছাতে পারে নি, যদি পৌছাতে পারে তাহলে অবশ্যই টেলিটক সিমের গ্রাহক সংখ্যা আরও অগনিত ভাবে বেড়ে যাবে।

Teletalk Balance Check । টেলিটক ব্যালেন্স চেক

আমরা যদি টেলিটক সিম নতুন ব্যবহার করা শুরু করি তাহলে সর্বপ্রথম আমাদের নাম্বার ও ব্যালেন্স চেক করার প্রয়োজন পড়ে।

আর এই জন্য অবশ্যই আমাদের এই সকল ছোট ছোট কোড গুলো মনে রাখতে হবে।

আরও পড়ুনঃ পাসপোর্ট করার আগে অবশ্যই যা জানতে হবে..

নিচে আপনাদের সুবিধার জন্য টেলিটকের কিছু গুরুত্বপূর্ণ কোড তুলে ধরা হয়েছে তারই সাথে টেলিটকের অ্যাপ সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো।

Teletalk Balance Check Code *152#

Own Teletalk Number Check Code *551#

Teletalk balance CheckTeletalk All USSD Code । টেলিটকের সকল গুরুত্বপূর্ণ কোড

নাম্বার ও ব্যালেন্স চেক করার পাশাপাশি আপনাদের কে টেলিটকের অন্য সব গুরুত্বপূর্ণ কোড দেওয়া হয়েছে।

আপনা চাইলে আপনাদের প্রয়োজনীয় কোড গুলো মূখস্ত কিংবা স্ক্র্রিনশট মেরে নিতে পারেন।

  • To Teletalk number check, type in message option and send TAR to 222
  • Teletalk to know your number *551#
  • Teletalk Balance Check *152#
  • Recharge balance *151*015xxxxxxxx#
  • Teletalk Minute Check: *152#
  • Teletalk SMS Check: *152#
  • Teletalk MMS Check: *152#
  • Teletalk MB Check Code : *152#
  • Net Setting Request: Type SET & Send to 738
  • Miss Call Allot (ON): Type REG & Send to 2455
  • Teletalk Customer Care Number : 121
  • Teletalk Customer Care from any Operator: 01550157750-60

My Teletalk App। মাই টেলিটক অ্যাপ

প্রতিটি সিম অপারেটরদের একটি নির্দিষ্ট অ্যাপ রয়েছে ঠিক তেমনি টেলিটক সিমের ও তাদের গ্রাহক সেবার মান বাড়াতে My Teletalk নামে অ্যাপ রয়েছে।

মাই টেলিটক অ্যাপ ব্যবহার করে আপনি খুব সহজেই এমবি,মিনিট ও এসএমএস কিনতে পারবেন ।

আরও পড়ুনঃ সাউথ ইন্ডিয়ান যেকোনো মুভি ডাউনলোড করতে..

এছাড়াও আপনি আপনার সিমের সকল অফার দেখতে পারবেন উক্ত অ্যাপ ব্যবহার করে।

তবে টেলিটক সিম আমাদের দেশি অপারেটর থাকায় এর দায়িত্ব রয়েছে অনেক। টেলিটক সিম ব্যবহার করে আমরা সরকারি বা বেসরকারী সেকল স্কুল,কলেজ,চাকুরী সহ যেকোনো চার্জ বা ফি প্রদান করে থাকি।

আর এই সকল ফি প্রদান করার জন্য My Teletalk App থেকে খুবই সহজ।

এছাড়াও আপনার ফোনে যদি অ্যাপ ডাউনলোড করা থাকে তাহলে আপনি বিভিন্ন চাকরী রিলেটেড নিত্যনতুন তথ্য পাবেন।

মাই টেলিটক অ্যাপ ডাউনলোড  করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *